Search

Banner ad

Friday, June 2, 2017


নাসিরকে আউটই করতে পারছে না কেউ!

আজও আবাহনীর বিপক্ষে স্বরূপে নাসির হোসেন। সৌজন্য ছবিআরাফাত সানি নিজেকে ‘ভাগ্যবান’ মনে করতে পারেন! এবার ঢাকা প্রিমিয়ার লিগে নাসির হোসেনের উইকেট শুধু তিনিই পেয়েছেন। বাকি যে ছয়টি ম্যাচ খেলেছেন নাসির, তাঁর উইকেট নিতে পারেননি কোনো বোলার। ৭ ইনিংস ব্যাট করে মাত্র একবার আউট হওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অলরাউন্ডারের গড় তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনে যেটি ৪৭৭!
১০৬ *, ৪১ *, ১৫ *, ৬৪—চার ম্যাচে ২২৬ রান করে নাসির যান আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে। আয়ারল্যান্ড থেকে ফিরে আবারও তাঁর রান উৎসব। ১৩৪* ও ৬১* রানের পর আজ বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে করেছেন অপরাজিত ৫৬। ৭ ইনিংসে মোট ৪৭৭ রান। ৬ ইনিংসে অপরাজিত বলে নাসিরের মোট রানটাই হয়ে গেছে তাঁর ব্যাটিং গড়!
‘ফিনিশার’ নাসিরের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে আবাহনীর দেওয়া ১৫৭ রানের লক্ষ্য গাজী গ্রুপ পেরিয়েছে ৬ উইকেট হাতে রেখে।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে গাজী গ্রুপ চলে গেছে শিরোপার আরও কাছে। সুপার লিগে আরেকটি ম্যাচ বাকি তাদের। ৫ জুন প্রাইম দোলেশ্বরকে হারাতে পারলে শিরোপার স্বাদ পাবে গাজী গ্রুপ। যদি ম্যাচটা তারা হেরে যায়, তখন দেখা হবে দুই দলের মুখোমুখি হিসাব। এই হিসাবে অবশ্য ১-১ সমতা থাকবে। তখন চলে আসবে রান রেটের হিসাব। তবে কাল ফতুল্লায় যদি মোহামেডানের কাছে হেরে যায় দোলেশ্বর, গাজী গ্রুপই চ্যাম্পিয়ন হয়ে যাবে । 
গাজী গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না, সেটি জানতে অপেক্ষায় থাকতে হবে। কিন্তু নাসির যে দুর্দান্ত ফর্মে আছেন, সেটি দেখা যাচ্ছে নিয়মিতই। ৭ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে করেছেন ৪৭৭ রান, উইকেট নিয়েছেন ৯টি। জাতীয় দলে উপেক্ষিত থাকার জবাব কি দুর্দান্তভাবেই না দিচ্ছেন নাসির!

No comments:

Post a Comment

চড়কা, চরকা