Search

Banner ad

Friday, June 2, 2017


সাতে নামল বাংলাদেশ


এক ম্যাচ হেরেই অবনমন হলো বাংলাদেশের। পরশু ওভালে ইংল্যান্ডের কাছে পরাজয়টা আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ের সাতে নামিয়ে দিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯২, ছয়ে ওঠা শ্রীলঙ্কার ৯৩। তবে আজ দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা হেরে গেলে আবার ছয়ে উঠে যাবে বাংলাদেশ। তথ্যসূত্র: আইসিসি।

No comments:

Post a Comment

চড়কা, চরকা